Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পারখী ইউনিয়নের ইতিহাস

নব গঠিত পারখী ইউনিয়ন পরিষদ বিভক্ত হওয়ার পূর্বে বীরবাসিন্দা ইউনিয়ন পবিষদের অন্তরগত ছিল। উক্ত ইউনিয়ন পবিষদটি বাংলাদেশ হাই কোর্টর ..............নং রিস্ট পিস্টিশনের রায়ের বলে গত ১৩/০৮/২০১১ তেরই আগষ্ট দুই হাজার  এগার ) ইং তারিখ পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন পবিষদে নির্বাচন অনুষ্যিত হয়। বতমান সরকারের এক অবাদ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পারখী ইউনিয়ন পবিষদের সংযুক্ত...................নং পাতায় উল্লেখিত সম্মানীত চেয়ারম্যন সংরক্ষিত আসনের ইউ: পি: সদস্য, সাধারন আসনের ইউ:পি:সদস্যগন নির্বাচিত হন। উক্ত ইউনিয়নের নির্বাচিত নির্বাচিত সম্মনী ব্যক্তিবৃন্দ নিয়মমাফিক সংশ্নিষ্ট অফিসার মহোদয় কর্তৃক গত ২৭/১০/২০১১ ( সাতাশে অক্টোবর দুই হাজার এগার ) ইং তারিখ নির্বাচন বিধিমোতাবেক শপদ বাক্য পাট করি। তারপর পরিষদ বর্গনিয়ে অত্যন্ত সুচারু, সুনিপুন ও নীতিমালা অনুযায়ী উন্নয়ন মূলক কর্মকান্ডসহ সমোদয় কার্যাদি সম্পাদন করে আসতেছি। ইনশা্ আল্লাহ সৃষ্টিকর্তার অপার কৃপায় আসার অবহেলিত নবগঠিত পারখী ইউনিয়ন পবিষদটিকে যগোপযোগী বর্তমান সবকাবের ভিশন ডিজিটাল বাংলাদেশের প্রত্যয় সর্বার্গে বিবেচনায় রেখে যে কোন ধরনের  অনিয়মের উর্ধে থেকে মন্ডেল ইুউনিয়ন হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়কে উপহার দিতে দৃঢ়ভাবে অংগিকার প্রদান করছি।