অস্থায়ী কার্যালয়ঃ বহরমপুর বাজার (পাকা রাস্তা সংলগ্ন)
ডাকঘরঃ বর্গা বাজার, উপজেলাঃ কালিহাতী, জেলাঃ টাংগাইল।
অত্র ইউনিয়ন পবিষদের কার্যাবলী নিম্নরূপ:
ক্রমিক নং | কার্যাবলীর নাম | বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি | মন্তব্য |
০১ | বিধি মোতাবেক ইউনিয়ন পরিষদ বিভিন্ন কমিটি যেমন ভি.জি.ডিভি.জি.এফ, অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান ইত্যাদি নোটিশ প্রদান করা হয়। কোরাম/সকল উপস্থিত সদস্যদের আলোচনা পর্যালোচনা ও যাচাই বাছাই আন্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ সমোদয় কার্যাদ্দী স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হয়। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটি সমূহ |
|
০২ | ঘর বাড়ীর উপর কর, পেশা ব্যবসা এবং ব্যক্তির উপর কর সিনেমা নাটক, থিয়েটার প্রদশনী ইত্যাদির প্রমোদ কর বিধিমোতাবেক নির্ধারন ও আদায় | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটি |
|
০৩ | অনুমোদিত লাইসেন্স ও পারমিট ফি যেমন ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহন, নৌকা, রিক্সা/ভ্যান ইত্যাদির লাইসেন্স প্রদান। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটি |
|
০৪ | বিধিমোতাবেক জন্ম মৃত্যু নিবন্ধীকরণ অনুমোদিত ফিস পাকা রশিদের মাধ্যমে গ্রহণ ও সংশ্লিষ্ট কাজের জন্যব্যয় নিরুপন ও ব্যাংকে জমা প্রদান | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটি |
|
০৫ | পরিচয়পত্র/ নাগরিক সনদ ওয়ারিশ সনদ জন্ম সনদ মৃত্যু সনদ ও অন্যান্য সনদপত্র প্রদান। | ইউনিয়ন পরিষদ |
|
ক্রমিক নং | কার্যাবলীর নাম | বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি | মন্তব্য |
০৬ | দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম নিয়ম মাফিক সম্পাদন ও সংরক্ষন | ইউনিয়ন পরিষদ ও ইউ/পি সচিব |
|
০৭ | ইউনিয়ন পরিষদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্যকতকগুলো কমিটি এবং নিম্নবর্ণিত বিষয়াদির প্রত্যেকটি সম্পর্কে একটি করিয়া স্থায়ী কমিটি বিধি মোতাবেক গঠন। যথা: (১) অর্থ ও সংস্থাপন (২) অভ্যন্তরীন হিসাব নিরীক্ষা ও হিসাব রক্ষন (৩) কর নিরুপন ও আদায (৪) শিক্ষা (৫) স্বাস্থ্য ও পরিবার পরিকল্প (৬) কৃষি, মৎস ও প্রানী সম্পদও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ (৭) পল্লী অবকাঠামো উন্নয়ন সংরক্ষনও রক্ষনাবেক্ষন, ইত্যাদি। (৮) আইন শৃঙ্খলা রক্ষা (৯) জন্ম মৃত্যু নিবন্ধন (১০) স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহও পয়: নিস্কাশন (১১) সমাজ কল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ উন্নয়ন ও সংরক্ষন ও বৃক্ষরোপন। (১২) পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ (১৩) সংস্কৃতি ওখেলা ধুলা উক্ত কমিটি সমূহ সচল রাখা। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কমিটি |
|
০৮ | প্রতি অর্থবছরের জন্য অপেন বাজেট তৈরী ও বিধি মোতাবেক অনুমোদন এবং বাস্তবায়ন। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ |
|
০৯ | বিধিমোতাবেক ইউনিয়ন পরিষদের পঞ্চ বার্ষিকী পরিকল্পনা প্রনয়ন। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ |
|
১০ | ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সফল সরকারের ঘোষিত ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র (ইউ,আই, এস,সি) পরিচালনা | উদ্যোক্ততা ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি। | বিদ্যুৎ নিশ্চিত করন ও উদ্যোক্ততাদের দক্ষতা বৃদ্ধি করন। |
ক্রমিক নং | কার্যাবলীর নাম | বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি | মন্তব্য |
১১ | তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, তথ্য প্রদান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। | ইউনিয়ন পরিষদ |
|
১২ | গ্রাম আদালত পরিচালনা।
| ইউনিয়ন পরিষদ |
|
১৩ | বিভিন্ন মন্ত্রনালয়সহ জেলা, উপজেলা, বিভিন্ন অফিসের প্রাপ্ত পত্রাদির উত্তরসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সংরক্ষন। | ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর। |
|
১৪ | কাবিখা, কাবিটা, টিআর, ভূমি হস্তান্তর কর ১%, এডিপি, হাটবাজারের অংশ, জেলা ও উপজেলা পরিষদ হতে প্রাপ্ত অনুদান, থোক বরাদ্দ, এল.জি এস.পিদক্ষতা ও কর্মতৎপরতার ভিত্তিতে পুরুস্কার সরুপ অনুদান নিজস্ব অর্থ, আয় এবং অন্যান্য অনুদান দ্বারা বিধিমোতাবেক কাযক্রম গ্রহন ও সম্পাদন। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
১৫ | ভি.জি.ডি ভি.জি.এফ জি.আর, শীত বস্ত্র ঢেউটিন ও অন্যান্য ত্রান সামগ্রী বিধিমোতাবেক বিতরণ ও সম্পাদন। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
১৬ | বয়স্ক বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধী/ পঙ্গু গর্ভকালীন মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন ভাতা নিয়ম মাফিক প্রদান। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
১৭ | যেীতুক, নারী ও শিক্ষা পাচার, বাল্য বিবাহ, বেআইনী তালাকরোধ মুসলিম ও হিন্দু পারিবারিক আইন মোতাবেক ভরন পোষন ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ বাধা ও সমজোতা প্রদান। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি
|
|
১৮ | পল্লী অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা তৈরী | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি
|
|
ক্রমিক নং | কার্যাবলীর নাম | বাস্তবায়ন কারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি | মন্তব্য |
১৯ | শিক্ষাএবং প্রাথমিক ও গনশিক্ষা কার্যক্রম সম্পর্কিত | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি
|
|
২০ | স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি এবং জনগণ
|
|
২১ | কৃষি, মৎস ও প্রানী সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন । | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি এবং জনগণ।
|
|
২২ | মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
২৩ | পারিবারিক নিরুধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
২৪ | খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক উন্নতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, কমিটি ও জনগণ। |
|
২৫ | পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনেপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর ও কমিটি
|
|
২৬ | আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, গ্রাম পুলিশ ও জনগণ
|
|
২৭ | সরকারী স্থান উম্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠ হেফাজত করা। | ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট দপ্তর, গ্রাম পুলিশ ও জনগণ
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস